আমার হাতে সব প্রমাণ আছে: পরীমনি

admin
By admin
2 Min Read
ছবি: পরীমনির ফেসবুক পেজ থেকে নেওয়া

গৃহকর্মী মারধর নিয়ে বিতর্কের মাঝেই পরীমনি ফেসবুক লাইভে এসে জবাব দিলেন অভিযোগের। চিত্রনায়িকার দাবি, তার হাতে ঘটনার সম্পূর্ণ প্রমাণ রয়েছে। তবে তিনি সেগুলো প্রকাশে আগ্রহী নন, কারণ আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি।

শনিবার রাতে ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‌‘আমার জীবনটা একটু আলাদা। আত্মীয়স্বজন নেই বললেই চলে। আমার স্টাফরাই আমার পরিবার। বিশেষ দিনগুলোতেও আমি তাদের নিয়েই থাকি—মাদার্স ডে, ফাদার্স ডে—সবকিছুর সঙ্গেই তারা যুক্ত। যারা আমাকে নিয়মিত অনুসরণ করেন, তারা জানেন আমি আমার স্টাফদের কতটা মূল্য দিই।‘

অভিযোগকারী গৃহকর্মী পিংকী আক্তারের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন, তিনি এক মাসও কাজ করেননি আমার বাসায়। সে দাবি করতে পারে সে আমার গৃহকর্মী, কিন্তু বাস্তবে সে আমার গৃহকর্মী ছিলেন না।’

পরীমনির পাল্টা অভিযোগ, ‌‘ঘটনাটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে।’

‘আমার কাছে পুরো ঘটনার প্রমাণ রয়েছে। আমি চাইলে এখনই সেগুলো প্রকাশ করতে পারি। কিন্তু আমি সেটি করছি না, কারণ আমি চাই বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হোক। সামাজিক মাধ্যমে বা সংবাদমাধ্যমে কাউকে দোষারোপ করে বিচার নয়,’ যোগ করেন নায়িকা।

তিনি আরও বলেন, ‘আমি মিডিয়া ট্রায়াল চাই না। আমি বিচার চাই, তবে সেটা আদালতের মাধ্যমে।’

এর আগে, এক বছরের কন্যাসন্তানকে খাওয়ানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগে পিংকি আক্তার নামের ওই গৃহকর্মী রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। রীতিমতো তোপের মুখে পড়েন পরীমনি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *