নুরের ওপর হামলা ইতিহাসে নজিরবিহীন: সারজিস 

টাইমস রিপোর্ট
1 Min Read

নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলা ইতিহাসে নজিরবিহীন এবং এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ আবারও রাজপথে নামবে।’

রোববার রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আরও বলেন, ‘নুরের ওপর রক্তাক্ত হামলা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের হাতে এ ধরনের বর্বর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। গণঅভ্যুত্থানের শক্তিকে দমন করতে হামলা করা হয়েছে।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেনাবাহিনী কাদের নির্দেশে এই হামলা চালিয়েছে?’

সারজিস বলেন, ‘আইএসপিআর বিবৃতিতে হামলার বৈধতা দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। সরকারের উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।’ তিনি আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী এই হামলার জন্য দুঃখ প্রকাশ করবে।

এনসিপি নেতা বলেন, ‘নব্বইয়ের পরাজিত শক্তি এরশাদকে যেভাবে পুনর্বাসন করা হয়েছিল, ঠিক তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের পর এরকম প্রশ্রয় দেওয়া হবে না।’ তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, ‘ঐক্যবদ্ধ থাকুন, পরাজিত শক্তির দোসরদের প্রশ্রয় দেওয়া হবে না।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *