বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এক্সিম ব্যাংকের পর্ষদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
পাঁচ সংকটাপন্ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা হিসেবে রোববার দুপুরে এই মিটিং হওয়ার কথা ছিল। তবে গভর্নর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মিটিং বাতিল হয়েছে। আহসান এইচ মনসুর বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে নিশ্চিত হয়েছে টাইমস অব বাংলাদেশ।
আগামী চারদিন ধারাবাহিকভাবে এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এক্সিমের সঙ্গে বৈঠকটি সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।
বৈঠকে অংশ নিতে রোববার সকালেই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক্সিম চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের নেতৃত্বে পর্ষদ সদস্যরা আসেন। গভর্নর কার্যালয়ে না আসায় তারা অপেক্ষা করেন। পরে জানানো হয় বৈঠক স্থগিত হওয়ার কথা। এরপর তারা কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন।
এ সময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, দুই বছর সময় পেলে এক্সিম ঘুরে দাঁড়াবে। এমন একটি প্রস্তাব নিয়ে আজ এসেছিলাম। এরইমধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু করেছি আমরা। তিনি বলেন, ‘আমরা যেহেতু সময় পেয়েছি, আরো ভালো প্রস্তুতি নিয়ে আসতে পারব এই বৈঠকের জন্য।’
বৈঠকে ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানাতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মার্জারে যাওয়ার বিষয়ে অবস্থান কী হবে সেটি ব্যাংকগুলোর বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আসতে বলেছে।