চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষকের পাতা ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সেটি পরে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, শিগগির মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণীটির ওজন আনুমানিক ১৫ কেজি। প্রাণীটি সুস্থ রয়েছে।
শুক্রবার সকালে নানুপুরের কৃষক মুহাম্মদ ইয়াকুবের ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে।
ইয়াকুব জানান, কয়েকদিন ধরে মেছোবাঘটি তার হাঁস-মুরগি খেয়ে ফেলছিল। তাই তিনি ফাঁদ পেতে রাখেন এবং সেখানে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম।