যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবারও সবার সন্দেহ, ’ইউসুফ’ কি ফিরে এসেছে?’
হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ’ইনসাফ’ সিনেমার চরিত্র ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ’ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ’মোস্ট ওয়ান্টেড’ এ সন্ত্রাসিকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকশ অফিসার জাহান খান। এ চরিত্রতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’ইনসাফ’। সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসা সেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।
সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ’আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফারও আছেন ’ইনসাফ’–এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি।
ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন সিনেমাটিতে। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য করেছে নাজিম উদ দৌলা, স্বরুপ দে, সঞ্জয় সমাদ্দার। সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে, সঞ্জয় সমাদ্দার। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আবুল কালাম।