প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন: জামায়াতের নায়েবে আমির  

টাইমস রিপোর্ট
2 Min Read
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Highlights
  • ‘চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। জুলাই হত্যার বিচার এখনো দৃশ্যমান নয়’

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা’- এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালির বাজার ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগের ট্র্যাডিশনাল ও নতুন প্রস্তাবিত পিআর পদ্ধতির মধ্যে সুনির্দিষ্ট নির্বাচনী পদ্ধতি নির্ধারিত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ।’

এ জন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

মোহাম্মদ তাহের বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি অবাধ, সুষ্ঠ নির্বাচনের জন্য কিছু বিষয় এখনই সুরাহা হওয়া খুবই জরুরি।’

‘জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়ার পাশপাশি এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দেওয়া উচিত। সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা (রোডম্যাপ) ঘোষণা করা হয়েছে, সেটি একটি সুষ্ঠ নির্বাচন ভন্ডুল করার নীল নকশা’, বলেন জামায়াতের নায়েবে আমির।

প্রয়োজনে জামায়াতে ইসলামী সরকার ও নির্বাচন কমিশনকে জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন করতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‘চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। জুলাই হত্যার বিচার এখনো দৃশ্যমান নয়’ অভিযোগ করে মোহাম্মদ তাহের প্রশ্ন তোলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা কোন শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন?’

নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে জনগণের যে প্রত্যাশা, মুহাম্মদ ইউনূস তা ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন যদি সুষ্ঠ হয়, তা হলে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকে দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো।’

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *