চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু ছাত্রকে ধর্ষণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ড পাওয়া শিক্ষকের নাম মো. রিয়াদ উদ্দিন (২০)।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালে লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার আল হেলাল মডেল হিফজ মাদ্রাসার এক আবাসিক ছাত্রকে প্রায়ই ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন ওই শিক্ষক। পরে বিষয়টি প্রকাশ হলে ছাত্রের মা ওই বছরের ২২ সেপ্টেম্বর থানায় মামলা করেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী বলেন, ‘দুই বছর ধরে সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।’