৫০ হাজার টন আলু কিনবে সরকার

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: ইউএনবি

৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, সংগ্রহ করা আলু হিমাগারে রাখা হবে এবং চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সেগুলো বিক্রি করা হবে।

হিমাগারে সংরক্ষিত এসব আলুর সর্বনিম্ন বিক্রয় মূল্যও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রতি কেজি এই আলু হিমাগারের গেটে বিক্রি করা হবে ২২ টাকা কেজি দরে।

আসন্ন আলু মৌসুমে কৃষকদের প্রণোদনা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আলুর বাজারমূল্য এর উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য নয় বলে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে কৃষকদের উদ্বেগ নিরসনে ব্যবস্থা নিতে চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

কৃষি সচিবের সভাপতিত্বে এই কমিটিতে রয়েছেন বাণিজ্য, খাদ্য এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবও। এই কমিটি মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে কিছু সুপারিশ করে। সুপারিশে ছিল আলুর ন্যূনতম দাম নির্ধারণ এবং বিপণন ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ।

এছাড়া আগামী মৌসুমে আলু চাষিদের জন্য বিশেষ প্রণোদনার কথাও সেখানে জানানো হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *