রাজধানীর শাহবাগে চলমান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ এনে পাঁচ দফা দাবিতে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাওয়া এবং পুলিশের ডিসি মাসুদের অপসারণ।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত ব্রিফিংয়ে এই দাবি জানান আন্দোলনকারীরা।
তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের সামনে এসে হামলার জন্য ক্ষমা চাইতে এবং জবাবদিহি করতে হবে। এছাড়া, পূর্বে ঘোষিত কমিটি বাতিল করে শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে নতুন কমিটি গঠন, আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, রোকন নামে এক শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা এবং শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে ডিসি মাসুদকে অপসারণ করা।
এর আগে মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করার পর শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান নেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, এতে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিকালের ব্রিফিংয়ে শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।’
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের তিন দফা দাবির যৌক্তিকতা যাচাইয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বানও জানিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো ছিল—সহকারী প্রকৌশলীর নবম গ্রেডের পদে কেবল পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ, দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারী নয় বরং উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দেওয়া এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই কেবল ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার করতে পারবেন তা নিশ্চিত করা।