গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে নয়টি দোকান ও একটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। বুধবার ভোরে কোনাবাড়ীর আমবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামের একটি পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই সে আগুন আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে গেছে গোডাউন ঘেঁষা একটি টিনসেড ঘরও।
আগুনের খবর পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ কোটি টাকার মালামাল অক্ষত উদ্ধার করা হয়েছে।