প্রকৌশল শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

টাইমস রিপোর্ট
2 Min Read
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান প্রকৌশল শিক্ষার্থীদের। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার সকালে তারা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়ক অবরোধ করেন।

এর ফলে শাহবাগ এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিরাট ভোগান্তি তৈরি হয়।

প্রকৌশল শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা, এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবি। এসব দাবি নিয়ে তারা মঙ্গলবারও শাহবাগে পাঁচ ঘণ্টা অবস্থান করেছিলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী জানান, দাবি আদায়ে তারা প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছেন, তবে সেখান থেকে তারা অন্যত্রও আন্দোলন বিস্তৃত করতে পারেন।

শাহবাগ অবরোধের কারণে মৎস্য ভবন হয়ে চলাচলকারী বাসগুলো শাহবাগ মোড় থেকে ফিরে যেতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে চলাচলকারী যানবাহনগুলোও শাহবাগ মোড় পার হতে পারছে না, ফলে কাঁটাবন মোড় থেকে আসা গাড়িগুলো রাস্তার মাঝখানে আটকে পড়েছে।

বুয়েটের আরেক শিক্ষার্থী জানান, তারা জনদুর্ভোগ এড়াতে রাতে আন্দোলন করছিলেন, কিন্তু দাবির প্রতি সাড়া না পাওয়ায় মঙ্গলবার থেকে সড়ক অবরোধের কর্মসূচি শুরু করেছেন। তারা জানিয়েছে, দাবিগুলো পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ জানিয়েছেন, যানজটের ভোগান্তি কমাতে কাঁটাবন, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প সড়ক চালু করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *