রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার 

টাইমস রিপোর্ট
2 Min Read
অভিযুক্ত ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদ (বামে) ও ছুরিকাহত শিক্ষার্থী রবিউল হক (ডানে)। ছবি: সংগৃহীত

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ, ওরফে জ্বালাময়ী জালালকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, রাতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন অভিযুক্ত  জালাল আহমদ।

এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা জালালের রুমের সামনে ভিড় করে তাকে বের হয়ে আসতে বললে তিনি রুমের ভেতরে নিজেকে আবদ্ধ রাখেন। পরে প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালাল আহমদকে তাৎক্ষণিভাবে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। সাংবাদিকদের তিনি বলেন, রাতেই পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বর্তমানে জালাল শাহবাগ থানায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরনো  বাকবিতণ্ডার জেরে অভিযুক্ত  জালাল  তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করে। আহত রবিউল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।  তিনি ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে তার ঘুম ভেঙে যায়।

তিনি বলেন, ‘তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন,   এই ঘটনা আসন্ন ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *