বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা

টাইমস রিপোর্ট
2 Min Read

সাবেক বিটিআরসি চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ এবং সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ, শেয়ার হস্তান্তরের মাধ্যমে সরকারের ১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার মামলাটি ঢাকা-১ এর দুদক কার্যালয়ে দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন- বিটিআরসির সাবেক কমিশনার (আইন) মো. আমিনুল হক বাবু, সাবেক কমিশনার (স্পেকট্রাম) শেখ রিয়াজ আহমেদ, সাবেক কমিশনার (অর্থ, হিসাব ও রাজস্ব) মুশফিক মান্নান চৌধুরী, সাবেক কমিশনার (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) মো. দেলোয়ার হোসাইন এবং লেক্স কাউন্সিলের স্বত্বাধিকারী খন্দকার রেজা-ই-রাকিব।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সামিট কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়। এতে সরকারের প্রাপ্য ১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকা রাজস্ব আদায় না করে আত্মসাতের চেষ্টা করা হয়।

এজাহারে আরও বলা হয়, ২০২৪ সালের ৯ এপ্রিল, সামিট কমিউনিকেশনস লিমিটেড বিটিআরসির কাছে নতুন শেয়ার ইস্যুর জন্য আবেদন করে, যার মধ্যে ৯ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৯২১টি শেয়ার গ্লোবাল এনার্জিস হোল্ডিংস লিমিটেডের অনুকূলে এবং ৪ কোটি ৪ লাখ ৯৫ হাজার ১১৯টি শেয়ার সিকোইয়া ইনফ্রা টেক লিমিটেডের নামে ইস্যু হয়।

আইন অনুযায়ী, লাইসেন্সধারী কোনো কোম্পানি শেয়ার হস্তান্তরের আগে সরকারের অনুমতি নিতে হয় এবং শেয়ার বিক্রির মূল্যের ৫ দশমিক ৫ শতাংশ মূল্য পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু এই শেয়ার হস্তান্তরে তা মানা হয়নি, এবং লেক্স কাউন্সিলের মতামতের ভিত্তিতে অবৈধ সুবিধা প্রদান করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *