৮০ % প্রতিষ্ঠান কর ব্যবস্থায় অসন্তুষ্ট: সিপিডি

টাইমস রিপোর্ট
2 Min Read
Highlights
  • ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা একটি ‘পূর্ণ ডিজিটাল কর জমা দেওয়ার ব্যবস্থার’ অভাবে হতাশ।

বাংলাদেশে বিদ্যমান কর ব্যবস্থা নিয়ে ৮০ শতাংশ প্রতিষ্ঠান অসন্তুষ্ট বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে।

‘করপোরেট ট্যাক্স ও ভ্যাট: এনবিআরের জন্য একটি ন্যায়ভিত্তিক সংস্কার’ শীর্ষক গবেষণায় বলা হয়, ৮২ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে যে, বর্তমান কর হার তাদের জন্য ‘অনুচিত এবং এটি তাদের অন্যতম প্রধান সমস্যা’।  এছাড়াও ৭৯ শতাংশ প্রতিষ্ঠান ‘কর কর্মকর্তাদের দায়িত্বহীনতা’ এবং ৭২ শতাংশ প্রতিষ্ঠান ‘কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দুর্নীতি’কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

সিপিডি, ১২৩টি কর্পোরেট প্রতিষ্ঠান ও ৩০০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণা করেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা একটি ‘পূর্ণ ডিজিটাল কর জমা দেওয়ার ব্যবস্থার’ অভাবে হতাশ।

এই সমস্যাগুলো আরো বাড়িয়ে দিয়েছে কর কর্মকর্তাদের সঙ্গে বারবার বিতর্ক। ৬৫ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বলেছে, তারা কর পরিমাণের হিসাব নিয়ে নিয়মিত সমস্যায় পড়েন।

গবেষণায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন যে, অনেক সময় কর্তৃপক্ষ কর মূল্যায়ন করে কোনো যৌক্তিকতা ছাড়াই, যা ব্যবসার ওপর একটি অবাস্তব বোঝা তৈরি করে। তারা বলেন, এই ধরনের আচরণ করের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। কর প্রদানের সঠিক ব্যবহার নিয়ে ব্যবসায়ী মহলে একটি বড় ধরনের অবিশ্বাসও তৈরি হয়েছে।

সিপিডির এই গবেষণার ফলাফল সিস্টেমিক সমস্যা সমাধানে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে, কারণ বাংলাদেশের ট্যাক্স-জি.ডি.পি. অনুপাত বিশ্বের গড়ের তুলনায় পিছিয়ে রয়েছে।

এ গবেষণা প্রতিবেদনটি বুধবার ঢাকার একটি হোটেলে উপস্থাপন করা হয়, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এবং অন্যান্য সিনিয়র রাজস্ব কর্মকর্তা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *