টেকনাফ থেকে ফের ৭ জেলেকে অপহরণ

টাইমস রিপোর্ট
1 Min Read

আবারও টেকনাফের নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে অপহরণ করার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। এ নিয়ে টানা তিন দিনে ৩৩ জেলে অপহরণের খবর পাওয়া গেল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে নাফ নদী থেকে মাছ ধরার একটি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

আবুল কালাম বলেন, ‘ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার উমর ছিদ্দিকের মালিকানাধীন। এতে সাত জেলে ছিলেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’

‘ট্রলারের মাঝি এবাদুল্লাহ ফোনে জানিয়েছে, সাগর থেকে ফেরার পথে স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা তাদের মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে গেছে’, বলেন তিনি।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার ও টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে আরাকান আর্মির সদস্যরা প্রতিদিনই জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বিজিবি জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নদী-সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা ২৪৪ জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার ফেরত এনেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *