সড়কে সমাবেশ না করার অনুরোধ ডিএমপি কমিশনারের

টাইমস রিপোর্ট
1 Min Read

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে জনভোগান্তি এড়াতে সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় সভা-সমাবেশ করার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী হাসপাতালে ঠিক সময়ে পৌঁছাতে পারে না। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হয়। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরে বিভিন্ন সমাবেশের জন্য প্রস্তাবিত ৯১টি স্থান বিবেচনায় আনা যেতে পারে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁওয়ে ১২, লালবাগে ১৭, ওয়ারীতে ১৪, গুলশানে ৮, মিরপুরে ১১, উত্তরায় ১০ এবং রমনাতে ৪টি স্থান রয়েছে।’

এ সময় রাজনৈতিক নেতারা যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে মতামত দেন এবং এ সমস্যার সমাধানে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, ‘যানজট নিরসনে কেবল পুলিশ নয়, ২৫টি সংস্থা জড়িত। সম্মিলিত প্রচেষ্টায়ই উন্নতি সম্ভব।’

অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশের মর্যাদা ফিরিয়ে আনতে চাই।’

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *