আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য শনিবার ঘোষিত দলে ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
ঝিলিক বাংলাদেশের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় আছেন। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হওয়া নিশির ওয়ানডে অভিষেক হয়েছে ২০২৩ সালের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সুমাইয়া একটা মাত্র ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্বকাপের দলে এই তিন জনের অন্তর্ভূক্তি নিয়ে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, ‘দারুণ পরিশ্রম করে রুবাইয়া নিজের জায়গা করে নিয়েছে দলে। শেষ ছয় মাসে তার উন্নতি চোখে পড়ার মতো। রিজার্ভ উইকেটকিপার ও ব্যাক আপ ওপেনার হিসেবে রুবাইয়াকে আমরা বিবেচনায় রাখছি।’
দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার নিশিতাকে নিয়ে মনসুর বলেছেন, ‘নিশিতা এখনো তরুণ। তবে দারুণ ম্যাচুরিটি নিয়ে সে বল করে। দারুণ ধারাবাহিক, চাপের মুখে বল করতে পারে। বিশেষত বাঁহাতিদের বিপক্ষে বেশ সফল। আমাদের বিশ্বাস তার বোলিং আমাদের স্পিন অ্যাটাককে আরো সমৃদ্ধ করবে।’
বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।