ঢাকার পান্থপথ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজার সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই আহত দুইজনকে এবং নিহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ভবনটির সামনের দেয়ালের পুরো অংশ পশ্চিম রাজাবাজারমুখী সড়কের প্রায় অর্ধেকজুড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে সড়কটি বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে অবস্থিত ভবনটিতে নির্মাণ করা হলেও এতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।