ইবনে সিনা ট্রাস্ট ও গোবিপ্রবি’র মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

টাইমস রিপোর্ট
1 Min Read
চুক্তিপত্র বিনিময় করছেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম (প্রশাসন) মোহাম্মদ জাহিদুর রহমান এবং গোবিপ্রবির রেজিস্ট্রার মো: এনামউজ্জামান। ছবি: টাইমস

ইবনে সিনা ট্রাস্ট ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মধ্যে এক করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যরা ইবনে সিনার সব শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইবনে সিনা যশোর সেন্টার থেকে ডিসকাউন্ট সুবিধায় চিকিৎসাসেবা পাবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ জাহিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল সেলের সেকশন অফিসার সাজিদুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও ডেপুটি হেড (বিজনেস ডেভেলপমেন্ট) গাজী মো. তরিকুল ইসলাম, করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ আবু আব্দুল্লাহ রাসেল এবং করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হাসনুর রহমান খান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *