অনুমতি না থাকায় জাতীয় সংখ্যালঘু সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হলো না। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরুর কথা ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সম্মেলনের আয়োজকরা ডিএমপির পূর্বানুমতি না নেওয়ায় তাদের ওই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, ‘তারা ওই অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেননি, তাই তারা অনুষ্ঠানটি চালিয়ে নিতে পারছেন না।’
তিনি জানান, ঘরোয়া অনুষ্ঠান হলেও আয়োজকদের পুলিশের কাছ থেকে পূর্বানুমতির নিয়ম রয়েছে।
গত ২ আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ওই সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।
‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন ২০২৫: পাহাড় থেকে সমতল, অস্তিত্ব রক্ষায় অটল’ শিরোনামে সংখ্যালঘু অধিকার আন্দোলন এই আয়োজনের উদ্যোক্তা। সম্মেলনে গত ৫৪ বছরে বাংলাদেশে ধর্মীয় আক্রমণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করার কথা ছিল।
আয়োজকরা এর আগের দিন ফেসবুকে লাইভে এসে অনুষ্ঠানের প্রচার ও মিলনায়তনে সম্মেলন চূড়ান্ত প্রস্তুতি দেখান।
পুলিশের হস্তক্ষেপের পর, সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতারা বেলা পৌনে ১২টার দিকে একটি প্রেস ব্রিফিংয়ের চেষ্টা করেন। তবে, পুলিশ আবারও ব্রিফিং বন্ধ করে দেয়।
পরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে গিয়ে সংগঠনের আহ্বায়ক সুশ্মিতা কর প্রেস ব্রিফিং-এ বলেন, ‘অনিবার্য কারণে সম্মেলন স্থগিত করতে হয়েছে।’
‘শিগগিরই জাতীয় সংখ্যালঘু সম্মেলনের নতুন তারিখ দেওয়া হবে।’