মতবিরোধ না রাখতে জামায়াত আমিরের আহ্বান

admin
By admin
1 Min Read
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: শফিকুর রহমানের ফেসবুক

রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, গতকাল হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রত্যাশিত রায় হয়েছে। এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। এ রায় দ্রুত কার্যকর করার আহ্বানও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। একে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির
পাশবিক নির্যাতনে মৃত মাগুরার আট বছরের শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাগুরার শিশুটির পরিবার নিতান্তই অসহায়। তার বাবা একজন মানসিক রোগী।
এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যদের তা অবহিত করা হয়েছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *