পাটুরিয়ায় র‌্যাম্প ছিঁড়ে পন্টুন বিচ্ছিন্ন, ফেরি চলাচল বন্ধ

টাইমস ন্যাশনাল
1 Min Read
পাটুরিয়া ফেরিঘাটের র‌্যাম্পের তার ছিঁড়ে স্রোতে পন্টুন ভেসে গেছে। ছবি: ইউএনবি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের র‌্যাম্পের তার ছিঁড়ে স্রোতে পন্টুন ভেসে গেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পাটুরিয়ার চার নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এতে ওই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির ডিজিএম আবদুস সালাম জানান, ভোরে বাইগার নামে রো রো ফেরিটি ঘাটে ভেড়ার সময় র‌্যাম্পের তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনটি প্রবল স্রোতে ভেসে গেছে। ফলে চার নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার আপাতত বন্ধ রয়েছে।

ঘটনার পর পরই উদ্ধারকারী জাহাজ দিয়ে পন্টুন ও র‌্যাম্পটি ঘাটে আনা হয়। ঘাটটি পুনরায় স্থাপনের চেষ্টা চলছে বলেও জানান  তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *