চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে প্রবেশ করিয়েছে।
বুধবার বিকালে জেলা পুলিশের অভিযানে সদর উপজেলার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন- দানেশ শেখ (২৮), তার ছেলে সাব্বির শেখ (৮), ভোদু শেখের মেয়ে সোনালী খাতুন (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান শেখ (১৬) ও ইমাম দেওয়ান (৬)।
পুলিশ জানায়, তারা দিল্লিতে ইটভাটায় কাজ করতেন। গত ২০ জুন ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তাদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
আটক ব্যক্তিদের দাবি, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং তাদের কাছে আধার কার্ড, রেশন কার্ড ও জমির কাগজপত্রসহ নাগরিকত্বের প্রমাণ রয়েছে। এসব দেখানো হলেও ভারতীয় পুলিশ সেগুলো উপেক্ষা করে জোর করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে।
সোনালী খাতুন জানান, স্বামী ও এক সন্তানসহ তিনি পুশইনের শিকার হলেও তার আরেক শিশু কন্যা ভারতের পশ্চিমবঙ্গের বাড়িতে রয়ে গেছে। সুইটি বিবি বলেন, ছেলেকে থানার হেফাজত থেকে আনতে গিয়ে তিনিও আটক হন এবং পরে সন্তানসহ বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। বিজিবির মাধ্যমে পতাকা বৈঠক করে তাদের বিএসএফের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। তা সম্ভব না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।