বিএফআইইউ প্রধানের বিষয় তদন্তে কমিটি গঠন

টাইমস রিপোর্ট
1 Min Read
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

বুধবার সন্ধ্যায় চার সদস্যের এ কমিটি গঠন করে। চলতি বছরের ৯ জানুয়ারি নিয়োগ পাওয়ার প্রায় সাড়ে সাত মাসের মাথায় শাহীনুল ইসলামের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠিত হলো।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম সম্পর্কে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১২ আগস্ট সংস্থাটির আগের প্রধান মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন। এরপর পদটি শূন্য ছিল প্রায় পাঁচ মাস। পরে চলতি বছরের শুরুতে শাহীনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শাহীনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

ওই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ (রুমী) আলী, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *