জনশক্তি রপ্তানি ‘সিন্ডিকেট’: রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

টাইমস রিপোর্ট
1 Min Read

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায়  ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।

বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ব্যবসায় সিন্ডিকেট করে বিপুল অর্থের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

সিআইডি জানিয়েছে, রুহুল আমিন স্বপনের জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠানের নাম ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় মোট ২৩১ কাঠা জমি রয়েছে। যার দলিল  মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। জমিগুলোর ওপর ক্যাথারসিস  ইন্টারন্যাশনালের নামে ভবন ও বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এসবই ক্রোক করা হয়েছে।

মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে সিন্ডিকেট করে আট হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি কেনার পাশাপাশি অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রুহুল আমিনের বিরুদ্ধে।

জসীম উদ্দিন খান বলেন, ‘সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত রুহুল আমিনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।‘

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *