রাজধানীর ওয়ারী থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। ওয়ারীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারেক নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
পুলিশ জানায়, কিছু মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকায় প্রবেশে করেছে, এমন তথ্যের ভিত্তিতে ওয়ারীর নবাবপুরে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন দুইয়ের সামনে থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবা কক্সবাজার থেকে কম দামে কিনে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করে থাকে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।