ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ঠেকাতেই ‘মব’ সৃষ্টি: রিজভী

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই ডাকসু নির্বাচন সেখানে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্যই মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হলো।”

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতেও কেন এ ধরনের পরিবেশ সৃষ্টি হলো সে প্রশ্নও রাখেন তিনি

মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনতে গিয়ে বাধার শিকার হন ছাত্রদলের কয়েকজন নেত্রী। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, মব সৃষ্টি করে তাদের নেত্রীদের ফরম কিনতে দেওয়া হয়নি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না বলেই জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে।’

দেশে সংখ্যালঘুদের জীবন বিপন্ন হয়ে পড়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘রংপুরে মবের শিকার হয়ে দুজন সংখ্যালঘু মারা গিয়েছে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না।’

এসময় নির্বাচন নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী।

গোটা জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। পুরো জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *