হলিউডে অধরা খান

টাইমস রিপোর্ট
1 Min Read

বিয়ে করে স্বামীর সঙ্গে কানাডায় আছেন ঢালিউডের নায়িকা অধরা খান। এক বছর আগে সেখানে স্থায়ী হয়েছেন। নিয়মিতই কানাডার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবি, ভিডিও পোস্ট করেন ফেসবুকে। তবে শুধু ছবি-ভিডিওতেই তিনি বসে নেই। সেখানে গিয়েও অভিনয়ে মনযোগী হয়েছেন। যুক্ত হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সিনে ইন্ডাস্ট্রি হলিউডে। সেখানকার পাঁচটি টিভি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা।

অধরা কাজ করেছেন হলিউডের খ্যাতনামা অভিনেতা ডনি ওয়ালবার্গের সঙ্গে ‘বোস্টন ব্লু’ সিরিজে। জানা গেছে, সিরিজের অধিকাংশ শুটিং হয়েছে কানাডায়। কিছু অংশ বোস্টনে শুট করা হবে। অধরা সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দর্শকদের মন মাতাবেন।

অধরা কানাডা থেক বলেন, ‘কানাডায় আমার ওয়ার্ক পারমিট থাকায় কাজের সুযোগ সহজ হয়েছে। এজেন্সিগুলোই এখানে আর্টিস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, তাই সুযোগগুলো সহজেই পাচ্ছি। এশিয়ান চরিত্রের প্রয়োজন হলে সম্ভাবনা আরও বেড়ে যায়।’

এছাড়া অধরা আরও কাজ করেছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন-৩’, ‘ডলহাউস’, ‘স্টার্লিং পয়েন্ট’ এবং ‘নেভারম্যান’ সিরিজে। বোস্টন ব্লু ‘ব্লু ব্লাডস’ সিরিজের স্পিনঅফ হিসেবে নির্মিত যা ১৪ মৌসুম ধরে প্রচারিত হয়েছিল।

২০১৮ সালে বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অধরা খানের। তবে তিনি আলোচনায় আসেন সাইমনের বিপরীতে ‘মাতাল’ মুক্তির পর। তার অভিনীত সবশেষ ছবি ‘সুলতানপুর’ মুক্তি পেয়েছে ২০২৩ সালে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *