নতুন ‘জেমস বন্ড’ হচ্ছেন নারী!

টাইমস রিপোর্ট
3 Min Read
জেমন্ড চরিত্রে 'নারী'। প্রতীকি ছবি

দুনিয়াজোড়া খ্যাতি জেমস বন্ডের। ৭ দশকের বেশি সময় ধরে সিরিজটির ভক্তরা দেখে এসেছে বন্ড একজন পুরুষ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘সিকারিও’-র মতো প্রশংসিত ছবির নির্মাতা ডেনি ভিলেনেভ এবার হাতে নিচ্ছেন জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির দায়িত্ব।

পরিচালক হিসেবে ডেনি ভিলেনেভের নাম ঘোষণার পর থেকেই আলোচনা, কে হচ্ছেন পরবর্তী ‘০০৭’? এ তালিকায় নাম এসেছে অ্যারন টেইলর-জনসন, জ্যাকব এলোরডি, টম হল্যান্ড এবং হ্যারিস ডিকিনসনের মতো তারকাদের নাম। তবে আলোচনার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও।

বিশেষ করে, জেমস বন্ড এবার একজন নারী হতে পারেন—এমন গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, তিনি নারীবাদী হলেও জেমস বন্ড চরিত্রে নারীকে কল্পনা করতে পারেন না। ব্রিটেনের ‘সাগা’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে, তার সহ-অভিনেতা ও প্রাক্তন বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের সঙ্গে বসে তিনি বলেন, ‘আমি ভীষণ নারীবাদী। কিন্তু জেমস বন্ডকে নারী হিসেবে ভাবা যায় না। এটা একেবারেই কাজ করবে না। জেমস বন্ড মানেই জেমস বন্ড, না হলে সেটা অন্য কিছু হয়ে যাবে।’

পাশে থাকা ব্রসনানও তার সঙ্গে একমত হয়ে বলেন, ‘আমি পরবর্তী বন্ডকে শুভেচ্ছা জানাই। আমি দারুণ রোমাঞ্চিত, দেখতে চাই নতুন একজন পুরুষ কীভাবে এই চরিত্রে আসবেন এবং একে নতুন উদ্যম ও জীবন দেবেন। আমি বন্ডের দুনিয়াকে ভালোবাসি। এখন আমি কেবল একজন দর্শক, বসে আছি আর বলছি—‘দেখাও, এবার কী করো।’

এই বিতর্কে মত দিয়েছেন আরেক বন্ড অভিনেত্রী হ্যালি বেরিও। ‘ডাই অ্যানাদার ডে’ ছবির বন্ড-গার্ল হ্যালি বলেন, ‘২০২৫ সালে এসে বলা ভালো যে, ‘আহা, এবার বন্ড হোক নারী। কিন্তু সত্যি বলতে, আমি জানি না এটা ঠিকভাবে কাজ করবে কি না।’

এদিকে অ্যামাজন ও এমজিএম যৌথভাবে প্রথমবারের মতো বন্ড সিনেমা প্রযোজনা করছে। এ বছরের শুরুতেই প্রায় এক বিলিয়ন ডলারে বারবারা ব্রকলি ও মাইকেল জি. উইলসনের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি কিনেছে তারা। নতুন বন্ড সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইট বলেন, ‘আমি বহুবছর ধরে বন্ডের ভক্ত। তাই আশা করি এই চরিত্রটি আমার ভেতরে মিশে যাবে এবং আমি এমন কিছু তৈরি করতে পারব, যা পুরোনো ঢঙের হলেও থাকবে নতুনত্বে ভরপুর—আরও শক্তিশালী, আরও সাহসী।’

ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাস অলম্বনে নির্মিত হয়েছে  ‘জেমস বন্ড’ সিরিজ। এখন পর্যন্ত এ সিরিজের ২৫টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে সর্বশেষ চলচ্চিত্রটি হলো ‘নো টাইম টু ডাই’ যা ২০২১ সালে মুক্তি পায়।  এই চলচ্চিত্রগুলো ইওন প্রোডাকশনস থেকে নির্মিত হয়েছে। প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’ ১৯৬২ সালে মুক্তি পায়।

‘জেমস বন্ড’ হিসেবে অভিনয় করে বিখ্যাত হয়েছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগ। তবে এখন দেখার বিষয় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—বরাবরের মতো কোনো পুরুষ অভিনেতা নাকি প্রথমবারের মতো কোনো নারী শিল্পী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *