ডাকসু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ব্যর্থ প্রশাসন: ছাত্রদল

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যানটিনে আয়োজিত ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ‘প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা থাকার পরেও আমরা নির্বাচনকে স্বাগত জানিয়েছিলাম। আমরা মনে করেছিলাম ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরে হয়তো অতীতের ব্যর্থতা নিরসন করবে।’

প্রশাসন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ফজিলাতুন্নেছা মুজিব হলে সংগঠনটির নেতাকর্মীদের ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাহস বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিবেশ এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত তফসিল অনুসারে ছাত্রদল সাংগঠনিকভাবে নেতাকর্মীদের নিয়মানুসারে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘শেখ ফজিলাতুন্নেছা হলে শিক্ষার্থীরা নিজ হলে চিফ রিটার্নিং কর্মকর্তার নিকট হতে ফরম উত্তোলন করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী একটি বিশৃঙ্খল মব করে তাদের ওপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফরম সংগ্রহে বাধা সৃষ্টি করে।’

তারা অভিযোগ করেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের উক্ত হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উক্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়নপত্র না নিয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।’

উক্ত ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট লিখিত আবেদন প্রদান করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা ও এ ধরনের ঘটনার কারণে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

ছাত্রদল সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *