দু’দিনের রিমান্ডে সাবেক এমপি অপু

টাইমস ন্যাশনাল
2 Min Read
ঝিনাইদহের সাবেক এমপি অপুকে সদর আমলী আদালতে তোলা হয়। ছবি: টাইমস

ঝিনাইদহ শহরে ‘আক্তার ফার্মেসি’ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।  শুনানী শেষে বিচারক মো. ওয়াজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার দুপুরে ঢাকার ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর নামে পাঁচটি মামলা রয়েছে। তবে, ‘আক্তার ফার্মেসি’ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তাকে আদালতে নেওয়া হয়।

পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান ওসি।

সফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *