‘অমানবিকভাবে’ চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর শান্তিপূর্ণ আন্দোলনরত কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মচারীরা এই অভিযোগ করেন।
তারা জানান, গত বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ ও প্রহরীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ২০ জন গুরুতর আহত হন।
তাদের অভিযোগ, গত এক বছরে ৫৪৭ জন কর্মকর্তাকে ছাঁটাই করে নিয়মবহির্ভূতভাবে প্রায় ২০০ নির্বাহী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে আগের কর্মস্থলে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল বলেও দাবি করেন তারা।
এর আগে, ২ আগস্ট এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মচারীরা অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা সাত দফা দাবি পেশ করেছিলেন।