সাহসী পুলিশ অফিসার নিরব

টাইমস রিপোর্ট
1 Min Read
'দেশ' ছবির পোস্টার ও চিত্রনায়ক নিরব। ছবি: কোলাজ

শাকিব খান ব্যতীত অন্য নায়কদের নতুন ছবির খবর খুব একটা পাওয়া যাচ্ছে না ইদানিং। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নিরব। তিনি একের পর এক নতুন ছবির খবর দিয়েই যাচ্ছেন। নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ‘দেশ’-এর। ছবিটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

এটি পুরোপুরি পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় উঠে আসবেন তিনি। নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।

নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, ‘এ সিনেমা নিয়ে কয়েক মাস হলো নিরবের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি। চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল কিন্তু নিরবের অন্য দুই সিনেমার কারণে এখন শুটিং শুরু করতে পারলাম না। ডিসেম্বরে শুটিংয়ে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।’

সিনেমার গল্প প্রসঙ্গে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণঅভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না। মুক্তিও আমরা সামনে গণঅভ্যুত্থান দিবসে দিতে চাই।’

আরও বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়।’

সেপ্টেম্বরে পরীমণির সঙ্গে জুটি হয়ে নিরব শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমার কাজ, যেটি পরিচালনা করেছেন সামছুল হুদা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘শিরোনাম’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *