গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকালে ঢাকার পল্লবী এলাকাকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা তাকে পল্লবী এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছি। তবে তিনি পুলিশে চাকরি করেন বলে যে কথা প্রচার হয়েছে তা সঠিক নয়। আমরা তাকে প্রশিক্ষণ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি।’

সুমাইয়া জাফরিকে কেন আটক করা হয়েছে তা জানতে চাইলে নাসিরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রের জাল গভীর হওয়ায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর ৩০০ ফিট এলাকায় বসুন্ধরা কনভেনশন হলে একটি সামাজিক অনুষ্ঠানের নাম করে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মেজর সাদিক এই প্রশিক্ষণ দেন। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে একটি বিশেষ আইনে মামলা হয়েছে। সেই মামলায় প্রথমে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সবশেষ আরও ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে মেজর সাদিককে আটক করা হয়।

মেজর সাদিকের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তার বিষয়ে কাজ করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ হলে তার বিরুদ্ধে সেনা আইনে বিচার করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *