ঢাকার মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আলমগীর খান (৫০)।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিআইটি রোডের হোটেল আর ইসলামের চার তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে ৪১০ নম্বর কক্ষের বিছানার উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের দরজা এসময় খোলা ছিল।
তিনি বলেন, ‘মৃত আলমগীরের বাড়ি শরিয়তপুরের পালং উপজেলার চব্বিশরশি গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ খান। এলাকায় কাপড়ের ব্যবসা করতেন তিনি। গত ৩ আগস্ট চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলটিতে উঠেছিলেন।’
হোটেলের ম্যানেজার পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাকে অ্যাসিডিটির ট্যাবলেট কিনে এনে দিতে বলেন আলমগীর। ম্যানেজার বাইরে থেকে ওষুধ এনেও দেন।
এসআই আবু জুবাইর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’