ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত রাশিয়া তেল কেনার ভারতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তার এই হুমকি।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে ট্রাম্প আবারও তার বাণিজ্য যুদ্ধে ভূরাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুকে যুক্ত করলেন।
সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘ভারত কেবল রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেলিই কিনছে না বরং তারা এই তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রি করে বড় অংকের মুনাফাও করবে।’
‘ইউক্রেনে কত মানুষ রাশিয়ার যুদ্ধাস্ত্রের আঘাতে মারা যাচ্ছে, সে বিষয়ে ভারত একবারও ভাবছে না। এই কারণে, আমি যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করব।’
এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতে আক্রমণ করলেন ট্রাম্প। এবারও সেই রাশিয়া ইস্যুতেই।
গত বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। আগামী ৭ আগস্ট থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিপুল পরিমাণ রুশ তেল কিনতে শুরু করে ভারত। বিষয়টি নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল। এমনকি মস্কোর সঙ্গে ভারতের সামরিক সরঞ্জাম কেনার চুক্তির বিপরীতেও জরিমানা আরোপের পূর্ভাভাস দিয়েছিলেন ট্রাম্প।