‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের’ হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

টাইমস রিপোর্ট
2 Min Read
Highlights
  • রাকিবুল তার বক্তব্যে আরো বলেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।’

‘দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে’, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিলে সারা দেশে অবরোধ সৃষ্টি করা সম্ভব।’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ রোববার বিকেলে শুরু হয়। এর সূচনা বক্তব্যে সংগঠন সভাপতি এসব কথা বলেন।

সমাবেশ পরিচালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। কেন্দ্রীয় সভাপতি এতে সভাপতিত্ব করছেন। শাহবাগ মোড়জুড়ে এ কর্মসূচিতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাকিবুল তার বক্তব্যে আরো বলেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘আমরা চাই ইতিবাচক ও গ্রহণযোগ্য ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা হোক।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।

ছাত্রদলের এ সমাবেশ শুরু হয় বেলা ২টার দিকে।  শাহবাগ, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থানা ও মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে অ্যাম্বুলেন্স চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।

ছাত্রদলের নেতাকর্মীরা মাথায় পতাকা ও ব্যান্ড বেঁধে স্লোগান দেন—‘তারেক রহমান আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

এদিকে, এ সমাবেশকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *