ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে ঝগড়ার রেষে বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই জামাল হোসেন (২৬) নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার পলিয়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পলিয়ানপুর গ্রামের পূর্ব পাড়ার মাঝারুল ইসলাম ওরফে মোজাম্মেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বড়ভাই উজ্জ্বল হাতে ছুরি দিয়ে পেয়ারা কেটে খাচ্ছিলেন আর ছোটভাই জামাল ভাত খাচ্ছিলেন। বড়ভাই ছোট ভাইকে বলছিলেন, ‘তুই কাজ করিস না শুধু বসে বসে খাচ্ছিস’। একপর্যায়ে বড়ভাইয়ের সঙ্গে ছোটভাইয়ের কথা কাটাকাটি হয়।’
এ সময় বড়ভাই উজ্জ্বল (৩২) ছোটভাই জামালকে পরপর দুইবার বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে জামালের মৃত্যু হয়।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, খাওয়ার সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে জামালের মৃত্য হয়।
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই বিষয়ে মামলা হবে।’