২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

টাইমস রিপোর্ট
1 Min Read
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের প্রস্তুতি। ছবি: অনিক রহমান/টাইমস

মঙ্গলবারের পর ২৪ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

এদিকে, সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

অন্তর্বর্তীকালীন সরকার জানায়, শিক্ষার্থীদের প্রতিটি দাবি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে তা সমর্থন করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।

মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *