রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
২১ জুলাই রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ থেকে উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় রাষ্ট্রপতি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।