রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাতে ফেইসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমার আন্তরিক প্রার্থনা শিক্ষার্থীদের জন্য। আমি বিএনপির সকল নেতা, কর্মী ও পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষার্থীর এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া উচিত নয়। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।
মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।