লাইভ স্থগিত।। ০২:২২
৮ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর: আইএসপিআর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে ওই দুর্ঘটনায় আহত দুজন রাতে বার্ন ইন্সটিটিউটে মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন।
১:৫৩
নিহতদের মরদেহ দ্রুত স্বজনের কাছে হস্তান্তর করা হবে: সিএ প্রেস উইং
প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে ‘যাদের পরিচয় সনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এতে বলা হয়, ‘যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যাবেনা তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
এতে বলা হয়, ‘চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’
০১:৩৬
স্থগিত হলো জুলাই ‘পুনর্জাগরণ’অনুষ্ঠানমালা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে জুলাই “পুনর্জাগরণ” অনুষ্ঠানমালা, ২০২৫ এর সকল অনুষ্ঠান আগামী তিন দিনের জন্য স্থগিত ঘোষণা করা হলো।’
১২:২৭
নিহতের সংখ্যা বেড়ে ২২
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জন দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনের কো-অর্ডিনেটর মেহেরীন চৌধুরী এবং ছাত্র আব্দুল্লাহ শামীম নামে আরো দুইজন সোমবার রাতে মারা যান।
এরআগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ওই দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৭১ আহত বলে জানিয়েছিল।
১২:১০
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আর যারা আহত- আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই তাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে।’
হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে মুহম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেন, ‘হাসপাতালে সকলে ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড় করলে, আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই।’
আবেগঘন ভিডিও বার্তায় বিমান বিধ্বস্তের এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। কিভাবে শুরু করব? সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজকে হতবাক। এ রকম একটা কান্ড ঘটতে পারে। আমরা কেউ কল্পনা করিনি। কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।’

‘বহু শিশুর মৃত্যুতে সারা জাতি বাকরুদ্ধ’ মন্তব্য করে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কচি শিশুদের উপরে পড়ল। আগুনে পুড়ে শিশুরা মারা গেল। মা-বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ বারবার চোখে ভেসে উঠছে। সারা জাতি বাকরুদ্ধ ও শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে। এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়? তাকে আর কোনদিন চেনা যাবে কিনা? যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা। পৃথক করার তো কোন উপায় নেই।’
শিশুদেরকে স্মরণ করে মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। তদন্ত হবে, কিন্তু এই নিস্পাপ শিশুগুলো আর ফিরে আসবে না’।
হতাহত শিশুদের পরিবারের সঙ্গে পুরো দেশবাসী আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘শিশুদের বাবা মা আত্মীয়স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে।’
মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা নিহত শিশুদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবসে আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব। তাদের আত্মার শান্তি কামনা করব। আজ থেকে সবাই তাদের রুহের মাগফেরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। নিহত শিশুদের জন্য দেশবাসী আমরা সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদেরকে জান্নাতবাসী করুক।’
২১:৩০
নিহত বৈমানিকের ছবি প্রকাশ করল আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের ছবি প্রকাশ করল (আইএসপিআর)।
এর আগে দুর্ঘটনার স্থলে একটি গাছের ডালে বৈমানিকের প্যারাসুট আটকে যাওয়ার ছবি টাইমস অব বাংলাদেশ-এর ক্যামেরায় ধরা পড়েছে।
এর আগে আইএসপিআর জানিয়েছিল, দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জন নিহত। আহত ১৭১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১:১৫
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বৈমানিক সহ নিহত ২০ জনের মধ্যে
সাতজনের পরিচয় এখনো জানা যায়নি। পুরোপুরি আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় অজ্ঞাতনামা এই সাতজনের পরিচয় সনাক্তে ডিএনএ-র নমুনা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন রোগীর মধ্যে ৫০ ভাগ রোগী আশঙ্কাজনক (প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশন) অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন সংস্থার পরিচালক নাসির উদ্দিন।
রাতে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, বাকি ২০ থেকে ১৫ শতাংশ দগ্ধ রোগী সংক্রমিত হলে (ক্রস ইনফেকশন) তাদের অবস্থা ঝুঁকির মধ্যে পড়তে পারে।
তিনি বলেন, ‘হাসপাতালে ভিআইপি ও রাজনীতিবিদ যারা আসছেন, তারা রোগীদের কাছে যাচ্ছেন না, শুধুমাত্র হাসপাতালের সেবাদাতাদের কাছে যাচ্ছেন। লোকজন যতো কম আসবেন ততোই রোগীর জন্য ভালো হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যাপ্ত আইসিইউর সিট না থাকার বিষয়টি সত্য নয়। আইসিইউতে অতিরিক্ত সিটের ব্যবস্থা রাখা হয়েছে।’
২০ টি আইসিইউর বাইরে এইচডিইউ আছে, ২০ টা ভেন্টিলেটর রয়েছে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশিবয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী এবং দুইজন শিক্ষক আর একজন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকি সবাই শিশু।
তিনি জানান, আহত শিশুর সংখ্যা ১০০ এর বেশি অন্যান্যদের সংখ্যা ১৫ জনের মতো।
২১:১৫
বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন, ৪ জনের মৃত্যু
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সবশেষ ৪৪ জন চিকিৎসাধীন রোগীর মধ্যে তিনজন মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও একজন মারা গেছে।
রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
বার্ন ইন্সটিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সংক্রমণের ঝুঁকি রয়েছে হাসপাতালে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতাকে ভিড় না করার জন্য অনুরোধ করছেন।
তিনি জানান, আপাতত রোগীদের জন্য রক্তের প্রয়োজন নেই। রক্তদাতারা যেন মঙ্গলবার সকাল ৮টার পর ইন্সটিটিউটে আসেন।

২০:৫৭
বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৩২ জন, অধিকাংশই শিশু-কিশোর
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩২ জনের একটি তালিকা দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
এতে দেখা গেছে. দগ্ধদের অধিকাংশের বয়সই ১০ থেকে ১৩ বছরের মধ্যে।
হাসপাতাল সূত্র জানায়, আহতরা হলেন– নাফিস, শামিম, শায়ান ইউসুফ, মাহিয়া, আফনান ও সামিয়া। নাফিস শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আইসিইউর বাকি পাঁচজনের দগ্ধ হওয়ার পরিমাণ তালিকায় উল্লেখ করা হয়নি।
এছাড়া বাকি ২৬ জনের মধ্যে এরিকসন ও মেহরিনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। ১৩ বছর বয়সী নাজিয়া ও মাহতাব দগ্ধ হয়েছে ৮০ শতাংশ।
৬২ শতাংশ দগ্ধ হয়েছে ১৫ বছর বয়সী মাকিন। ৬০ শতাংশ দগ্ধ হয় আয়ান (১৪) ও মাসুমা।
অন্যদের মধ্যে তাসনিয়ার ৩৫ শতাংশ, ১১ বছর বয়সী আরিয়ানের ৫৫ শতাংশ, আশরাফুল ইসলামের ১৫ শতাংশ, রোহানের ৫০ শতাংশ, শ্রেয়ার ৫ শতাংশ, কাব্য ২০ শতাংশ, ইউশা ৬ শতাংশ ও রূপী বড়ুয়ার ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
এছাড়া তাসমিয়া ৫ শতাংশ, জায়ানা ৮ শতাংশ, সাইবা ৮ শতাংশ, পায়েল ১০ শতাংশ, আবির ২০ শতাংশ, কাফি আহমেদ ১০ শতাংশ, মুনতাহা ৫ শতাংশ, আলবিনা ৫ শতাংশ ও নিলয়ের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।
২০:৫০
বিমান বিধ্বস্তে হতাহতে তারেক রহমানের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবৃতিতে তিনি বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি।’
‘এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি,’ বলেন তারেক রহমান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
এ বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিও করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে—তাদের আশু সুস্থতা কামনা করছি।’
২০:১৪
যান্ত্রিক ত্রুটিতে বিমান দুর্ঘটনা, বৈমানিকসহ নিহত ২০, আহত ১৭১: আইএসপিআর
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৭১ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ ও নিহত ২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩ ও নিহত ১, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত ১৭
ও নিহত ১২, কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত ১ ও নিহত ২, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২, উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ ও নিহত ১ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন রয়েছেন।
এর আগে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমান দুর্ঘটনা হয় বলে জানানো হয়। পাশাপাশি বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও দুর্ঘটনায় নিহত হন বলে জানায় তারা।

১৯:৫০
আহতদের দেখতে হাসপাতালে গেলেন জামায়াত আমির
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে আহতদের দেখতে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে যান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, ‘আমরা এখানে এসে আহত পেয়েছি ৫১ জনকে। এর মধ্যে সাত-আটজন বাদে বাকি সবার অবস্থা গুরুতর।’
’আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি, যা কিছু লাগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা দু’পায়ে দাঁড়িয়ে প্রস্তুত আছি,’ যোগ করেন জামায়াত আমির।
১৯:২৮

হাসপাতালে আহতদের দেখতে গেলেন ফখরুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সন্ধ্যায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা চলাকালে সেখান থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন।
এদিন বেলা ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর সেটি বিধ্বস্ত হয়।
আইএসপিআর জানিয়েছে, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। এরমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৭০ জন। সেখানে মারা গেছেন দুজন।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকালে এক প্রেস ব্রিফিং-এ জানান, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

১৯:২১
জরুরি যোগাযোগের ফোন নম্বর:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এসব নম্বর দেওয়া হয়।
এতে বলা হয়েছে, জাতীয় জরুরি নম্বর ৯৯৯ পুলিশের জরুরি সেলে কল করা হলে সেখান থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে।
অন্যান্য জরুরি যোগাযোগের ফোন নম্বর:
- মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
- সিএমএইচ বার্ন ইউনিট 01769016019
- সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
- মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা 01814774132
- মাইলস্টোন স্কুলের উপাধ্যক্ষ 01771111766
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ধার তৎপরতা। ছবি: অনিক রহমান/টাইমস
১৮:৩৩
যান্ত্রিক ত্রুটিতে বিমান দুর্ঘটনা: আইএসপিআর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরায় বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে দুঘটনা কবলিত হয়। ঘটনা তদন্তে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।
‘বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার বেলা ০১ টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।’
এতে বলা হয়, ‘দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।’

‘এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়।’
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।’
‘সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে।’
‘উক্ত দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে,’ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

১৭:০০
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। সন্ধ্যায় একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই নিহত হন তৌকির।
তবে আইএসপিআর এখনও এ সম্পর্কে কিছু জানায়নি।
১৬:৩০
বিভিন্ন হাসপাতালে হতাহতের সংখ্যা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে অন্তত ১৮ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।
এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, বার্ন ইনস্টিটিউটে নিহত ২ ও আহত ৭০, ঢাকার সিএমএইচ-এ নিহত ১১ ও আহত ১৪, কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিহত ২, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ ও আহত ১১, উত্তরা আধুনিক হসপিটালে নিহত ১ ও আহত ৬০ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন রয়েছেন।
১৬:০০
উড্ডয়নের ১২ মিনিটেই বিধ্বস্ত হয় বিমান
জানা গেছে, প্রশিক্ষণ বিমানটির বৈমানিক ছিলেন স্কোডেন লিডার তৌকির। দুর্ঘটনার আগে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিমান থেকে বের হতে পারেননি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস, বিমান ও সেনা বাহিনীসহ অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) দুপুরেই দুর্ঘটনার খবর নিশ্চিত করে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরায় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি এফ- সেভেন বিজিআই মডেলের।
বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে বেলা ১টা ১৮ মিনিটে ওই বিমানটি বিধ্বস্ত হয়।

১৫. ৪৫
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, প্রধান উপদেষ্টা শোক বার্তা
এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সেদিন শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।
ওই দুর্ঘটনার খবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বিবৃবিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’
‘আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’
‘আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।’
‘সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে,’ বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টা।
১৫:০০
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত দেড় শতাধিক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকালে এক প্রেস ব্রিফিং-এ জানান, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট ও অন্যান্য হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগের দেহ ঝলসে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
ভিন্ন একটি সূত্র জানিয়েছে, আহতদের অধিকাংশই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, এ পর্যন্ত অর্ধ শতাধিক এসেছে। আহতের সংখ্যা ক্রমে বাড়ছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ও আহতদের একটি অংশকে উত্তরার ক্রিসেন্ট ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।