এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারাল রোলস্ রয়েস, আহত ৪

টাইমস রিপোর্ট
1 Min Read
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রসওয়েতে বিলাসবহুল রোলস্ রয়েস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ছবি: টাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রসওয়েতে বিলাসবহুল রোলস্ রয়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-মাসকো গ্রুপের মালিক আব্দুর সবুর, তার স্ত্রী, সন্তান তাওয়াজসহ আরেকজন।

শনিবার বিকেলে রোলস্ রয়েস ব্র্যান্ডের স্পেক্টর মডেলের নতুন বিলাসবহুল এই গাড়িটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। গাড়িটি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায়। পরে  আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে।

গাড়ির মালিকের নাম আব্দুর সবুর তিনি মাসকো গ্রুপের মালিক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রসওয়েতে বিলাসবহুল রোলস্ রয়েস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ছবি: টাইমস

দুর্ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, দুর্ঘটনায় গাড়িতে থাকা চালকসহ ৪ জন আহত হয়েছে। তাদেরকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘বিলাস বহুল এই দামি গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িতে এয়ার ব্যাগ থাকার কারণে আহত যাত্রীরা জানে বেঁচে যান।’

গাড়িটির মূল্য কমপক্ষে ৬ কোটি টাকা।  দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *