শহীদ আবু সাঈদকে স্মরণে প্রস্তুত বেরোবি

টাইমস রিপোর্ট
3 Min Read
কোটাবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। ছবি: সংগৃহীত

শ্রদ্ধা ও ভালবাসায় আবু সাঈদকে স্মরণের জন্য প্রস্তুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। সারা বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে আসছে এই বিশ্ববিদ্যালয়টি। কিন্তু বছরের ১৬ জুলাই ছিল হাসিনা সরকারের পতনের টার্নিং পয়েন্ট।

ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। এই ঘটনার পরপরই সারা দেশ উত্তাল হয়ে ওঠে। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ইতোমধ্যে ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বেরোবির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বেরোবিতে ১৬ জুলাই পালিত হবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’। ওইদিন বিশ্ববিদ্যালয়ে আসবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। খবর ইউএনবির।

অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন থাকবেন প্রধান অতিথি। এই দিনে বিশ্ববিদ্যালয়ে যে চার উপদেষ্টা উপস্থিত থাকবেন, তারা হলেন—আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ৃ পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য তানজীমউদ্দীন খান।

দিনটি উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘জুলাই শহীদ দিবস-২০২৫’পালনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৩ জুলাই রবিবার সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই সময়ের মধ্যে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেরোবি প্রক্টর মো. ফেরদৌস রহমান বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে, যাতে ক্যাম্পাসে কেউ কোনো ধরনের শৃঙ্খলা নষ্ট না করতে পারে।

বেরোবি উপাচার্য মো. শওকাত আলী বলেন, ‘১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকী পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। এ ছাড়া আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *