কক্সবাজারে ‘জামায়াত নেতার হামলায়’ বিএনপি নেতার মৃত্যু

টাইমস ন্যাশনাল
2 Min Read
স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে হামলায় কক্সবাজারে বিএনপি নেতার মৃত্যু। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিম উদ্দিন সিকদার (৫৫) নামে বিএনপি এক নেতা নিহত হয়েছেন। স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে হামলায় তিনি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার রাতে তিনি হামলার শিকার হন। নিহত রহিম উদ্দিন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে রোববার রাতে রহিম উদ্দিন ও তার ভাইদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহতের বড় ভাই ও ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান অভিযোগ করেন, স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, মুজিব, এনামসহ আরো কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত।

আহত অবস্থায় প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রহিম উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ফাতেরঘোনা জামায়াত সভাপতির হাতে আমাদের প্রিয় সহকর্মী, সাবেক যুবদল নেতা রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ ঘটনায় জড়িতের ধরতে অভিযান শুরু করেছে। ইতোমধ্যে মিজান নামের অভিযুক্ত একজনকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে অভিযুক্ত আব্দুল আল নোমানকে পাওয়া যায়নি। জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জামায়াতের জনসংযোগ বিভাগেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি।

রহিম উদ্দিন খুনের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *