সোমবার বিসিবি কার্যালয়ে দেশি কোচদের নিয়ে বিশেষ এক বৈঠক ডাকেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বাংলা টাইগার্স ও ‘এ’ দলের সাথে যুক্ত মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ, নাজমুল হোসেনদের মতো দেশি কোচরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। মূলত তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনা ও তাদের পরিচর্যার প্রক্রিয়াকে আরো গতিশীল করে তোলার উদ্দেশ্যই ছিল বৈঠকের মূলমন্ত্র।
দেশি কোচদের মানোন্নয়নের সাথে বিভিন্ন পর্যায়ে কাজে লাগানোর জন্য তৃণমূল থেকে নতুন কোচ তুলে আনতে ‘কোচ সামিট’ প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। সোমবার রাজধানীর পল্টনে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই দেশি কোচদের উঠে আসার মঞ্চ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরে কোচ সামিট আয়োজনের কথা জানান তিনি।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘আমি এখানে ঘোষণা দিতে চাই, এই বছরের আগস্ট মাসের শেষ দিকে একটা লেভেল থ্রি কোচিং কোর্স করাব। যেখানে আমরা বুঝতে পারব, যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ও জাতীয় দলের কোচ হতে পারবে। এর সঙ্গে আমরা সেপ্টেম্বরে একটা কোচিং সামিট করব। সেখানে আমরা বিশেষজ্ঞ কোচ- ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, উইকেটকিপিং কোচ, ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ- এই বিশেষ কোচিং কোর্সটা আমরা সেপ্টেম্বরে করব।’
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেট কোচদের মান বাড়াতে এমন প্রোগ্রাম হাতে নিচ্ছে বিসিবি। যেন বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে বিশেষজ্ঞ হিসেবে তারা কাজ করতে পারেন, ‘অচিরেই আমরা দেশের কোচদের আপগ্রেড করব। চেষ্টা করব তাদের এমন একটা জায়গায় নিতে, যাতে তারা বাংলাদেশের বিভিন্ন দলে বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবে। আমরা যদি তাদের বড় বড় দায়িত্ব দেই কিন্তু সে অনুযায়ী প্রস্তুত না করি, এটা তাদের সঙ্গে অবিচার করা হবে।’