দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার: ছাত্রদল

টাইমস রিপোর্ট
2 Min Read
১৪ জুলাই ঢাকার শাহবাগ মোড় অবরোধে ছাত্রদলের স্লোগান, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Highlights
  • একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। সোমবার বিকাল থেকে তারা এই অবরোধ করেন।

অবরোধের সমাবেশ থেকে শ্লোগান দেওয়া হয়, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘এক বোতল দুই ছিপি, জামায়াত আর এনসিপি’, ইত্যাদি।

 

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেন।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন।’

এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই গোপন সংগঠনের সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি। তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।’

নাসির আরও বলেন, এই অসৎ উদ্দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

‘তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই,’ বলেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *