রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’
প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পারেন ছোটাছুটি করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।