কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকাল ৩টার দিকে তিনি নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। অকৃতকার্য পরীক্ষার্থী রাব্বি বিশ্বাস (১৭) উপজেলার আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে।
জানা যায়, এ বছর রাব্বি রমানাথপুর কলেজিয়েট স্কুল থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণা হলে দেখা যায়, ইংরেজিসহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।
অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর ছাত্রটিকে তার মা জাহানারা কটু কথা বলেন। পরীক্ষার্থীর এক সহপাঠি নাম প্রকাশ না করার শর্তে জানান, রাব্বি নিয়মিত ছাত্র। পড়া লেখায়ও ভাল। কিন্তু হাতের লেখা খুবই খারাপ।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। তবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।