‘দম’-এ যুক্ত হলেন আফরান নিশো

টাইমস রিপোর্ট
2 Min Read
আফরান নিশো

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’-এ চঞ্চল চৌধুরীর পাশাপাশি আফরান নিশো থাকতে পারেন-এমনটি নিয়ে ৫ জুলাই সংবাদ প্রকাশিত হয় টাইমস অব বাংলাদেশে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা সংস্থা অফিসিয়ালি খবরটি জানিয়েছে।

দেশের মিডিয়াঙ্গনে আফরান নিশো ও রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও, দুজনের একসঙ্গে কাজ করা এবারই প্রথম। আর প্রথম কাজটাই হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শুটিংয়ে যাওয়ার জন্য। কারণ, সিনেমাটির অভিনয়ে রয়েছে অনেকগুলো লেয়ার। সেসব অভিনয়ের কথা ভেবেই তর সইছে না নিশোর।

এ অভিনেতা বলেন, ‘আমার অভিনীত “সুড়ঙ্গ” “দাগি” গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি।  “দম”টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, আগের দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ’দম’। এটিও পারফরমেন্স বেজড, অ্যাক্টিং বেজড সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির নির্মাতা খুবই ডেডিকেটেড এবং অনেস্ট। তাই চ্যালেঞ্জটা নিতেও খুব ভালো লাগছে।’

আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। “দম” একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা। নিশোর মতে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে অভিনেতার কাছে সবচেয়ে বড় বিষয়, “দম”–সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’

সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। ’চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প, ‘পাওয়ার অব আ কমন ম্যান’ নিয়ে কাজ করব। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’

‘দম’ সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন জানানো হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। তাহলে কী চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী– দুজনেই থাকছেন ’দম’ সিনেমায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *